২০১৪ সালের ২৬ মে অর্থাৎ আজকের দিনের দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর বিজেপি সরকারের আট বছর পূর্ণ হয়েছে। দেশ শাসনের এই সাফল্যকে বিজেপি যখন ভারতজুড়ে বড় করে পালন করার পরিকল্পনা করছে তখনই কংগ্রেস বৃহস্পতিবার নরেন্দ্র মোদী সরকারের অষ্টম বার্ষিকীতে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকেন এবং রণদীপ সুরজেওয়ালা দিল্লিতে মোদী সরকারের রিপোর্ট কার্ড পেশ করতে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন।
৮ সাল ৮ চাল, ভাজপা সরকার বিফল’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে অজয় মাকেন বলেছেন, মোদী সরকারের আট বছরে দেশে প্রায় ১০ হাজার ধর্মীয় দাঙ্গা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেছেন, ‘সবাই জানে যেখানেই ধর্মের কারণে সহিংসতা বা দাঙ্গা হয়েছে বিজেপি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। এটি বিজেপির এজেন্ডা’।
অন্যদিকে বিজেপির আট বছরের কাজের কথা উল্লেখ করে সুরজেওয়ালা বলেছেন, ‘একের পর এক, বিজেপির বিপর্যয়মূলক নীতিগুলি ভারতীয় অর্থনীতির মারাত্মক পতনে অবদান রেখেছিল। একসময় যা দ্রুত বর্ধনশীল অর্থনীতি ছিল, তা এখন বিজেপির ৮ বছরের অপশাসনের জন্য অশান্তির মধ্যে রয়েছে’। সর্বভারতীয় কংগ্রেস কমিটির যোগাযোগ বিভাগ কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতা এবং সরকারের সামগ্রিক কর্মক্ষমতা তালিকাভুক্ত করে রিপোর্ট কার্ড তৈরি করেছে।
