ত্রিপুরায় ১০,৩২৩ জন শিক্ষকের মধ্যে আরেক শিক্ষিকার মৃত্যু ৷ উপনির্বাচনের আগে যা নিয়ে সরব বিজেপি বিরোধী শিবির।
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক বলেছেন, ‘১০,৩২৩ জন শিক্ষককে একসঙ্গে চাকরিচ্যুত করা হয়েছিল। এখানে এটা জ্বলন্ত সমস্যা আমাদের রাজ্যে। লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে। প্রতিনিয়ত দেখা যায় এই ১০,৩২৩ জন চাকরিচ্যুত মধ্যে শিক্ষক শিক্ষিকারা আত্মহত্যা করছেন। এখনও পর্যন্ত ১৩৩ জন আত্মহত্যা এবং অন্যান্য ডিপ্রেশন থেকে মারা গিয়েছে। এটা বামফ্রন্টের সময়কার সমস্যা ৷ কিন্তু গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল, যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে ১০,৩২৩ জন শিক্ষকদের নিয়োগ করা হবে। আজকের সাড়ে চার বছর হয়ে গেল কিন্তু প্রতিশ্রুতি রাখা হয়নি। কোনও নিয়োগের ব্যবস্থা হয়নি। এই অবস্থায় দাড়িয়ে শিক্ষক শিক্ষিকারা তাদের পরিবারের যে আর্থিক সংকটের মোকাবিলা করতে পারছে না। একটার পর একটা আত্মহত্যার ঘটনা ঘটছে।’
তিনি আরও বলেন, ‘রাজ্য সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, তাদের উচিত অবিলম্বে এই সমস্যার সমাধান করা এবং কিছু একটা ব্যবস্থা করে তাদেরকে নিয়োগ করা যায় কিংবা তাদের পরিবারের সদস্যদের জন্য কিছু করা যায়। সরকার সম্পূর্ণ উদাসীন। এই সরকার মানুষের জীবন জীবিকা নিয়ে ছেলে খেলা করছে। আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি।’
ত্রিপুরা রাজ্যের বুকে ১০,৩২৩ জন চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে আরেকজন শিক্ষিকা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। জানা গিয়েছে চাকরিচ্যুত সুপর্ণা নামক শিক্ষিকা, আগরতলার বনকুমারি সাহাপাড়ার বাসিন্দা, বুধবার সকালবেলা ভাড়াবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তার আত্মীয় পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন।