উড়িষ্যায় ভাইজ্যাগগামী বাঙালি পর্যটকদের বাস উলটে দুর্ঘটনার পর এবার ট্রেকিং করতে গিয়ে উত্তরকাশীতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ বাঙালি অভিযাত্রীর। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। জানা গিয়েছে, যে বাসটিতে তাঁরা যাচ্ছিলেন সেখানে তাঁদের সঙ্গে রান্নার জিনিসপত্রও ছিল। বাসের মধ্যেই একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। বিশাল বিস্ফোরণে আগুন ধরে যায় বাসে।
গড়িয়ার নরেন্দ্রপুরের বাসিন্দা মদন মোহন ভুঁইয়া তাঁর স্ত্রী ঝুমুর ও ছেলে নীলেশকে নিয়ে উত্তরকাশীতে ট্রেকিং করতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে আরও দু’জন ছিলেন যাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। এই নৈহাটিরই কটি ট্রেকিং ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। সোমবার বিমানে উত্তরকাশীতে পৌঁছন তাঁরা।
সূত্রের খবর, বুধবার উত্তরকাশী থেকে কেদারতালের দিকে যাচ্ছিল এই অভিযাত্রী দল। বাসে করে যাচ্ছিলেন তাঁরা। বাসে রান্নার সরঞ্জাম ছিল। আচমকাই একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। গোটা বাসে আগুন ধরে যায়। বাস আর থামাতে পারেননি চালক। কেউ বেরতেও পারেননি। বাসটি ওই অবস্থায় গড়িয়ে খাদে পড়ে যায়। ঝলসে মৃত্যু হয় পাঁচ জনের।