বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি-পুলিশ লেলিয়ে দেয় বিজেপি। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। সাম্প্রতিক কালে এ রাজ্যে সিবিআইয়ের ‘অতিসক্রিয়তা’ সেই অভিযোগকে ঠিক বলেই প্রমাণ করছে। এবার যেমন পার্থ চট্টোপাধ্যায়-পরেশ অধিকারী-অনুব্রত মণ্ডল-পরেশ পালের পর শওকত মোল্লাকে তলব এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কয়লা পাচারকাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে তলব করেছে তারা। তাঁকে শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, তৃণমূল বিধায়কের কাছ থেকে বিভিন্ন নথি সহ তলব করা হয়েছে। শওকতকে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি নিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে চাওয়া হয়েছে সম্পত্তির হিসেব এবং ব্যাংকের স্টেটমেন্টও। বলা হয়েছে, বিধায়কের নামে কোনও ব্যবসা থাকলে সেই নথিও নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
