১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী তিনি। ৭০-এর দশকে তাঁর নেতৃত্বেই গড়ে উঠেছিল কুখ্যাত ডি কোম্পানি। মাদক কারবার, তোলাবাজি, খুন, জঙ্গি কার্যকলাপ-সহ নানা কুখ্যাত ঘটনায় বার বার নাম জড়িয়েছে তাঁর। তাই কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম ঠিক কোথায় তা নিয়ে চর্চা চলে গোটা বিশ্ব জুড়েই। এবার এ নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন দাউদের এক আত্মীয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে অর্থাৎ দাউদের ভাগ্নে আলিশা পার্কার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে(ইডি) জানিয়েছেন, দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছে।
পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, তাঁর পরিবার এবং তিনি নিজে দাউদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না। তবে দাউদের স্ত্রী মহাজাবিন তার স্ত্রী ও বোনেদের সঙ্গে উৎসবের সময় যোগাযোগ করেছিল। প্রসঙ্গত, বারবারই এই অভিযোগ তোলা হয় যে জঙ্গি, মাফিয়া, অন্ধকার জগতের লোকজন পাকিস্তানে ঘাঁটি গেড়েছে। এবার দাউদের আত্মীয়ের স্বীকারোক্তিতে এ কথা অনেকটাই স্পষ্ট হয়ে গেল। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের এ নিয়ে পদক্ষেপ নেওয়া দরকার। তবে এখনও পর্যন্ত তাঁর লোকেশনটা বোঝা যাচ্ছে না। কিন্তু যদি লোকেশনটা পরিষ্কার হয়ে যায় তবে কেন্দ্রীয় সরকারের এ নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার।
