গুলিবিদ্ধ হয়ে খুন হলেন বেগুসরাইয়ের তরুণ সাংবাদিক সুভাষ কুমার মাতো। বালি মাফিয়া, সুরা কারবারিদের বিরুদ্ধে লাগাতার খবর প্রকাশ করায় ‘শাস্তি’র খাঁড়া নেমে এল বিহারের তরুণ সাংবাদিকের জীবনে।
গত ২০ মে বেগুসরাইয়ের সাঁকোয়, নিজের গ্রামে এক বিয়েবাড়িতে গিয়েছিলেন সুভাষ। সেখান থেকে ফেরার পথেই ঘটে ঘটনাটি। অভিযোগ, বিয়েবাড়িতে মেয়েরা নাচছিলেন। সেখানে কয়েকজন যুবক গিয়ে অশালীন আচরণ করেন। সুভাষ তার প্রতিবাদ করেছিলেন। সেখানে ওই যুবকদের সঙ্গে তার বাদানুবাদ চলে। তারপর থেকেই তরুণ সাংবাদিককে টার্গেট করা হয়েছিল। ওইদিনই পরিবারের সঙ্গে রাতে ফেরার পথে সুভাষকে লক্ষ্য করে গুলি চলে বলে খবর। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চারজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সুভাষকে গুলি করে। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
তবে সুভাষের এক বন্ধুর দাবি, তিনি লাগাতার নিজের এলাকার মদ কারবারি ও বালি মাফিয়াদের বিরুদ্ধে চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আনছিলেন। আর সেই কারণেই সুভাষকে টার্গেট করা হয়েছিল। এর মধ্যে পঞ্চায়েতের রাজনীতিও জড়িয়ে বলে উল্লেখ করেন ওই বন্ধু। যদিও বকরি এলাকার পুলিশ অফিসার হিমাংশু কুমার জানাচ্ছেন, এসব স্রেফ ভুল ধারণা। বিয়েবাড়িতে যুবকদের সঙ্গে বচসায় জড়ানোই কাল হয়েছে সাংবাদিক সুভাষের। তাই তাঁকে খুন হতে হল।
