চলছে রেললাইন সম্প্রসারণের কাজ। তাতে বাতিল হয়েছে একাধিক ট্রেন। বরাবরের মতো ভুগতে হচ্ছে নিত্যযাত্রী ও সাধারণ পথ চলতি মানুষকেই। পাশাপাশি বাতিল হয়েছে দূরপাল্লার ট্রেনও। ঘুরতে যাওয়ার টিকিট ক্যানসেল করতে শুরু করেছেন অনেকেই। মনখারাপ আম জনতার। লাইনে কাজের জন্য মালদা ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করল পূর্ব রেল। তালিকায় রয়েছে, মালদা কলকাতা যাওয়ার গৌড় এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, তিস্তা-তোর্সা ট্রেন, কামরূপ এক্সপ্রেস। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, রেল লাইন সম্প্রসারণের জন্য মালদার উপর দিয়ে যাওয়া একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
রুট পরিবর্তনও করা হয়েছে কয়েকটি ট্রেনের। চলতি মাসের ২৭ মে থেকে ৩০মে পর্যন্ত মালদা ডিভিশনে একাধিক ট্রেন এবং কয়েকটি দূরপাল্লার ট্রেনের রুট বদল করা হয়েছে। দূরপাল্লার যে ট্রেনগুলির রুট বদল করা হয়েছে, তার মধ্যে অধিকাংশই কলকাতা থেকে দক্ষিণবঙ্গগামী। ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য এই ট্রেন বাতিল ও রুট বদলের সিদ্ধান্ত নিয়েছে রেল। এখন অনেকেই উত্তরবঙ্গে যাচ্ছেন। ফলে মালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করে দেওয়ায় চিন্তিত যাত্রীরা। ইতিমধ্যেই অনেকে টিকিট বাতিল করতে শুরু করেছেন।
কবে কোন ট্রেন বাতিল, জেনে নিন।
১৩০১১/১৩০১২ মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (২৮ থেকে ৩১ মে পর্যন্ত)
১৩০৫৩/১৩০৫৪ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (২৭ থেকে ৩১ মে পর্যন্ত)
১৩০৬৩/১৩০৬৪ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)
১৩১৪১/১৩১৪২ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)
১৩১৪৫/১৩১৪৬ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)
১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (২৫, ২৭ ও ২৮ মে)
১৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (২৮ ও ২৯ মে)
১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (২৭ ও ৩০ মে)
১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (২৬ মে)
১৩১৬৩/১৩১৬৪ শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (২৭, ২৮ এবং ২৯ মে)
১৩১৬৯/১৩১৭০ শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (২৬ এবং ২৭ মে)
১৫৭২২/১৫৭২১ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস (২৭ এবং ২৮ মে)
১৩৪৬৬/১৩৪৬৫ মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে)
১৫৬৪৪/১৫৬৪৩ কামাখ্যা-পুরী এক্সপ্রেস (২৬ এবং ২৮ মে)
১৩০৩৩/১৩০৩৪ হাওড়া-কাটিহার এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে)
১৩১৫৯/১৩১৬০ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস (২৭ এবং ২৮ মে)
০৩১০১/০৩১০২ শিয়ালদা-কামাখ্যা সামার স্পেশাল (২৭ এবং ২৮ মে)
০৫৭৫৪/০৫৭৫৩ নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল (২৭ মে)
০২৫১৮/০২৫১৭ গুয়াহাটি-কলকাতা স্পেশাল (২৮ এবং ২৯ মে)
০৩১২৯/০৩১৩০ নিউ জলপাইগুড়ি-শিয়ালদা সামার স্পেশাল (২৬ এবং ২৭ মে)