আর দু-বছর পরেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রণকৌশলের নানান ছক সাজিয়ে নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে একটি প্যানেল গঠন করেছে কংগ্রেস। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যম জানিয়েছে, প্যানেলে জায়গায় হয়েছে দুই বিক্ষুব্ধের। এই দুই বিক্ষুব্ধ হলেন গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মা। তৈরি হওয়া টাস্ক ফোর্স নতুন করে সাজানো হয়েছে। টাস্কফোর্সে রয়েছেন দলের প্রবীণ সদস্য পি চিদাম্বরম, প্রিয়ঙ্কা গান্ধী, মকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল,অজয় মাকেন, রণদীপ সুরজেওয়াল। প্যানেল গঠন যেমন উল্লেখযোগ্য বিষয় তার থেকেও আরও বেশি তাৎপর্যপূর্ণ যে, এই প্যানেলে জায়গা হয়েছে পিকে ঘনিষ্ঠ সুনীল কানুগোলুর। তিনি একসময় প্রশান্ত কিশোরের দলে ছিলেন।
পাশাপাশি, সূত্র অনুযায়ী খবর, টাস্কফোর্সের প্রত্যেক সদস্যকে দেওয়া হবে বিশেষ দায়িত্ব। এমনই জানিয়েছে কংগ্রেস। কারও হাতে সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব তুলে দেওয়া হবে। কারও হাতে দায়িত্ব থাকবে প্রচারের কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা নজরে রাখা। তাদের নিয়ম করে শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দিতে হবে। প্রতিটি সদস্য তাঁর দায়িত্ব পালন করছেন কি না, শীর্ষ নেতৃত্ব তা পর্যালোচনা করে দেখবে। প্যানেল গঠনের আগে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেছিল। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি রাজ্যে একটি করে রাজনৈতিক বিষয়ক কমিটি তৈরি করা হবে। দিল্লীতে হবে রাজনৈতিক কমিটি। সেই কমিটিও শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দিতে বাধ্য থাকবে। লোকসভা ভোটের আগে কংগ্রেসের এই প্যানেল গঠনের সিদ্ধান্ত যে রাজনীতির আঙিনায় গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।