ফের বিতর্কের কেন্দ্র যোগীরাজ্য। এবারে শোরগোল শুরু হল মিরাট বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে ঘিরে। আট হাজার টাকার বই কিনবেন পড়ুয়ারা। মিরাট বিশ্ববিদ্যালয়ের এমন একটি বিজ্ঞপ্তিকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক৷ মিরাট বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে অযোধ্যা সংক্রান্ত একটি বই কেনার সুপারিশ করেছেন উপাচার্য৷ উল্লেখ্য, অযোধ্যা যে বিজেপির খাসতালুক, তা বলাই বাহুল্য। উপাচার্য সঙ্গীতা শুক্লার এহেন সুপারিশের পরেই, ছাত্রসহ অধ্যাপক সংগঠনগুলি তাঁকে দিকে কটাক্ষ করতেও ছাড়ছেন না৷ পড়ুয়ারাই জানাচ্ছেন, ‘অযোধ্যা-পরম্পরা, সংস্কৃতি, ঐতিহ্য’ নামে হিন্দি ও সংস্কৃত ভাষায় লেখা বইটি কেনার জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন উপাচার্য৷ এটি আদ্যন্ত ধর্মীয় বই। প্রশাসনিক পদে বসে এমন একটি ধর্মীয় বইয়ের প্রচার কী করে করতে পারেন উপাচার্য? উঠছে প্রশ্ন৷ উপাচার্য তাঁর পদের অমর্যাদা করেছেন বলেও অভিযোগ করেছেন পড়ুয়ারা।
এপ্রসঙ্গে উপাচার্য জানিয়েছেন, বইটিতে দুষ্প্রাপ্য ছবি রয়েছে৷ তার মতে, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে বইটি পড়ানো হলে পড়ুয়ারা উপকৃত হবেন৷ তাই বইটি কেনা উচিত৷ কর্তৃপক্ষের কথা মতো বইটি কিনতে অনেকে খোঁজাখুঁজি শুরু করেন৷ অনলাইনে বইটি কিনতে ৬ হাজার থেকে ৮ হাজার টাকা লাগছে৷ যদিও একেকটি সাইটে দাম এক এক রকম দেখা যাচ্ছে। যে বইটি ঘিরে এতো বিতর্ক, সেই বইটির লেখক যতীন্দ্র মিশ্র৷ তার লেখা দেবপ্রিয়া ও কবিতা সংকলনের দুটি বইয়ের দাম ২০০ টাকার মধ্যে রয়েছে৷ এর আগে নৃত্যশিল্পী সোনাল মান সিংকে নিয়ে সাক্ষাতকার ভিত্তিক একটি বইয়ের দাম ছিল ১৯০ টাকা৷ এবং কবিতা সংকলন বইটার দাম ৭০ টাকা৷ এই বইটি মাত্র ২৯২ পাতার। সলমন খুরশিদ, পিভি নরসিমা রাওয়ের মতো স্বনামধন্য লেখকের লেখা অযোধ্যা সম্পর্কিত বইয়ের দামের প্রায় ছ-গুণ দামে বিক্রি হওয়ার মতো কী এমন রয়েছে বইতে? এর নেপথ্যে কী সঙ্ঘ? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনবরত। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের আটটি জেলায় মিরাট বিশ্ববিদ্যালয় অনুমোদন প্রাপ্ত অনেক কলেজ ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তেমন জায়গায় একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বই কেনার কথা বলে অন্যের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। তবে কী শিক্ষায় সরাসরি গৈরিকীকরণের আঘাত হানছে পদ্মশিবির। ঘনীভূত হচ্ছে নানান সংশয়। দেশজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নিন্দার ঝড়। এ ঘটনা চরম লজ্জার, এমনই মত একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবীদের।
