পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যমণি করে এককাট্টা হচ্ছে বিরোধী জোট। সেই জন্যই আজ শুক্রবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। পরে সাংবাদিকদের তিনি জানান, ‘বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে পারেন মমতাই’।
এসবের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে টেলিফোন করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রায়। সেই আর্জি মেনে নিয়ে সম্মতিও দিয়েছেন মমতা। আগামী সোমবার নবান্নে আসছেন তিনি। দুই মুখ্যমন্ত্রী বৈঠকেও বসবেন বলে জানা গেছে।
সদ্য দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন চন্দ্রশেখর। তাই তাঁকে স্বাগত ও শুভেচ্ছা জানানোর জন্য ব্যবস্থা রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাঁচ রাজ্যের ফলাফলের ওপর বৈঠক হবে দুই মুখ্যমন্ত্রীর বলে মনে করা হচ্ছে। কারণ এই পাঁচ রাজ্যের মধ্যে তিনটি রাজ্যে জয়ী হয়েছে কংগ্রেস। তাই কংগ্রেসের সঙ্গে কতটা এগোনো যাবে, আর কতটা নিজেদের সরিয়ে রাখা হবে তা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেডে সমাবেশ রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। তাছাড়া বিজেপিকে তাড়াতে বৃহত্তর জোটে কংগ্রেসকে রাখতেই হবে। দিল্লিতে চন্দ্রবাবু নাইডুর ডাকা বিজেপি বিরোধী মহাজোটের বৈঠকেও ছিল কংগ্রেস। তাছাড়া এবার তিন রাজ্যে বিজেপিকে পরাস্ত করতে পেরেছে তারা। তাই কাউকেই মহাজোটের বাইরে রাখতে চান না মমতা। তাঁর ফর্মুলা একের বিরুদ্ধে এক প্রার্থী ইতিমধ্যেই কাজে লাগেছে। যার উজ্জ্বল উদাহরণ কর্নাটক। তাছাড়া তিনি দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে সেরা বলে তকমাও পেয়েছেন। তাই সোমবারের বৈঠকে জোট নিয়ে আলোচনার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর অভিনন্দন জানাবেন বলেও জানা গেছে।