এই মুহূর্তে তাজমহল থেকে শুরু করে জ্ঞানবাপী নিয়ে তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই জ্ঞানবাপী মসজিদ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে কুতুব মিনারকেও টার্গেট বানিয়েছে হিন্দুত্ববাদীরা। কুতুব মিনার চত্বরে হিন্দু ও জৈন দেবদেবীর মূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মামলা দায়ের হয়েছিল দিল্লী আদালতে। শুধু তাই নয়, সেখানে প্রার্থনা করার অনুমতিও চেয়েছেন মামলাকারীরা। আজ, মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। মঙ্গলবার আদালতে দেওয়া হলফনামায় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই) জানিয়েছে, ১৯১৪ সাল থেকে কুতুব মিনারের সংরক্ষণ করা হচ্ছে। এখন আর তার গঠন বদলানো অসম্ভব। তাই সেখানে পুজো দেওয়ার যে দাবি তোলা হচ্ছে, সেটাও করা যাবে না।
হলফনামায় এএসআই সাফ জানিয়ে দিয়েছে, ‘আমরা সংরক্ষিত জায়গাকে পরিবর্তন করতে পারি না। যে সময়ে কুতুব মিনারকে সংরক্ষণ করা হয়, সে সময় সেখানে কোনও পুজোপাঠ হত না। তাই এখন পুজোর অনুমতিও আমরা দিতে পারি না।’ প্রসঙ্গত, এএসআই-এর প্রাক্তন অধিকর্তা ধর্মবীর শর্মা দাবি করেছিলেন, কুতুবুদ্দিন আইবক নন, কুতুব মিনার তৈরি হয়েছিল রাজা বিক্রমাদিত্যের আমলে। সূর্যের গতিপথ পর্যালোচনার জন্য তৈরি হয়েছিল মিনার। এরপরই কুতুব মিনার নিয়ে বিতর্ক শুরু হয়। হিন্দুত্ববাদীরা দাবি তোলেন মন্দির পুনরুদ্ধারের। এই প্রেক্ষিতেই এবার আদালতে হলফনামা দিল এএসআই। তাদের সাফ কথা, কুতুব মিনারকে আর মন্দিরে রূপান্তরিত করা সম্ভব নয়।
