২০১৮ সালে রোহতক থেকে উদ্ধার করে হয়েছিল হরিয়ানার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতা শর্মার দেহ। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। ১২ দিন ধরে নিখোঁজ থাকার পর এবার রোহতকের জাতীর সড়ক সংলগ্ন একটি ব্রিজের তলা থেকে উদ্ধার হল আরও এক জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ। হরিয়ানা পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তাঁদের কাছে খবর আসে কোনও একটি মৃতদেহ হাইওয়ের পাশে ফেলে দিয়ে যান কেউ বা কারা। এরপরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মে শেষবার পরিবারের সঙ্গে দেখা করেন দিল্লীর বাসিন্দা এই শিল্পীকে। তারপর তিনদিন কোনও খোঁজ না মেলায় পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে পুলিশ। পরিবার অভিযোগে জানিয়েছিলেন, দুই সহ-শিল্পী রবি এবং রোহিত এই ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাঁকে অপহরণ করে খুন করতে পারে।
পরিবার পুলিশকে জানায়, শিল্পী শেষবার জানিয়েছিলেন তিনি রোহিতের সঙ্গে ভিওয়ানিতে মিউজিক ভিডিও শ্যুটের জন্য যাচ্ছেন, তারপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। তাদের দাবি, পুলিশ অনুসন্ধানে দেরী করছে। তাঁদের অভিযোগ, শিল্পীর দেহ যখন উদ্ধার হয়, তখন তাঁর পরনে অন্তর্বাস ছাড়া আর কোনও পোশাক ছিল না। সোমবার দেহ উদ্ধারের পরে তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়, সেখানেই তাঁকে শনাক্ত করে পরিবার। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।