চরম লজ্জার মুখে পড়লেন নরেন্দ্র মোদী। কীভাবে? কোথায়? আসা যাক ঘটনার প্রসঙ্গে। মঞ্চে দাঁড়িয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তাঁর সঙ্গে হাত মেলাতে এগিয়ে এলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস, সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যালবানিসের সঙ্গে হাত মেলালেন বাইডেন। স্বল্প বাক্য বিনিময়ও হল। মোদীর দিকে তখন ফিরেও তাকালেন না বাইডেন। মোদী তখন অ্যালবানিসের পিঠ চাপড়াচ্ছেন। হয়তো এই অবজ্ঞাকে ঢেকে দিতেই। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
স্বাভাবিকভাবেই এই ঘটনার পর শোরগোল পড়েছে সোশ্যাল। মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই। উঠেছে তীব্র হাসি ও ব্যঙ্গের রোল। তবে পরে মোদীর সঙ্গেও হাত মিলিয়েছেন বাইডেন। তার একটু পরেই। কিন্তু ক্ষণিকের ওই অবজ্ঞা, এবং মোদীর সেটাকে অ্যালবানিসের পিঠ চাপড়ে আড়াল করার চেষ্টা দংশন চেষ্টা চোখ এড়াননি নেটিজেনদের। নিমেষেই ভাইরাল হয় ভিডিওটি। তারপরই ধেয়ে আসতে শুরু করে ব্যঙ্গ-বিদ্রূপের তির।
