সিবিআইয়ের তলব পেয়ে গত বৃহস্পতিবারই কলকাতায় এসেছিলেন তিনি। সেদিন নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর থেকে এতদিন শহরেই ছিলেন। অবশেষে মঙ্গলবার মেখলিগঞ্জে ফিরলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এদিকে, মন্ত্রীর ফেরার কথা কানে পৌঁছাতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতলেন তাঁর অনুগামীরা। তৃণমূলের পতাকা হাতে র্যালি করে তাঁকে স্বাগত জানানো হয়।
মঙ্গলবার কলকাতা থেকে কোচবিহারের মেখলিগঞ্জে পৌঁছান পরেশ। বিমানবন্দরে নামার পর সড়ক পথে আসেন মেখলিগঞ্জে। সূত্রের খবর, প্রথমে মন্ত্রী পৌঁছান হলদিবাড়িতে। সেখানে উপস্থিত থাকে তাঁর অনুগামীরা। তাঁরাই শিক্ষা প্রতিমন্ত্রীকে র্যালি করে হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জে নিয়ে আসেন। হলদিবাড়িতে পৌঁছানোর পর গলায় ফুলের মালা পরিয়ে মন্ত্রীকে স্বাগত জানান তাঁর অনুগামীরা। পাশাপাশি দেওয়া হতে থাকে স্লোগান।
