মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবাদে সাধারণ মানুষের উপকার হয়েছে অপরিসীম। সে কন্যাশ্রী হোক বা স্বাস্থ্য সাথী পরিষেবা হোক বা দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রী সর্বদা মানুষের সাথে থাকে। পাশে থাকে। তেমন ফের আবারও সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ শিবির খুলেছে রাজ্য সরকার। কিন্তু এই সব শিবিরে আগত মা ও শিশুদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য অভিনব উদ্যোগ নিল মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লক। শিবিরেই মাতৃ দুগ্ধ পান কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। সেই জন্য বিনামূল্য বিভিন্ন নথি জেরক্স করিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। রাজ্যের অন্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের সুতিতেও শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প। সুতি ১ নম্বর ব্লকের বহুতালি, হারুয়া ও বংশবাটি পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবির হয়।
এদিন এই তিনটি শিবিরেই সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে আবেদনের প্রচুর সংখ্যক মহিলাকে হাজির হতে দেখা যায়। এই তিন শিবিরই পরিদর্শন করেন স্থানীয় বিডিও এইচ এম রিয়াজুল হক। এর পাশাপাশি যারা শিবিরে বিভিন্ন সুবিধা পেতে আসছেন, তাঁরা যাতে দালালদের খপ্পরে না পড়েন, সেজন্য হেল্পলাইন ডেক্সেরও ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৬৫ হাজার উপভোক্তা শিবিরে এসেছেন। প্রসঙ্গত, স্থানীয় বিডিও জানান, ‘মায়েরা শিশুদের নিয়ে এসে খোলা জায়গায় সন্তানদের মাতৃদুগ্ধ পান করাতে গিয়ে সমস্যায় পড়েন। তাই মায়েরা যাতে সমস্যায় না পড়েন, সেজন্য সুতির তিনটি শিবিরে মাতৃদুগ্ধ পানকক্ষ খোলা হয়েছে।’ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। অত্যন্ত খুশি এলাকার বাসিন্দারা।
