ইডেন গার্ডেন্স আইপিএলের ধুন্ধুমার। আজ গুজরাট টাইটান্সের সামনে রাজস্থান রয়্যালস। বুধবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই দুই ম্যাচে উপস্থিত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল সিএবি। মুখ্যমন্ত্রীও বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য।
মুখ্যমন্ত্রী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে দেওয়া চিঠিতে লিখেছেন, ‘২৪ ও ২৫ তারিখ আইপিএলের প্লে অফ ম্যাচে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। কলকাতা আবার আইপিএলের ম্যাচ আয়োজন করবে এটাই খুব আনন্দের ব্যাপার ক্রিকেট অনুরাগীদের জন্য। বিশ্বের অন্যতম টি-টোয়েন্টি প্রতিযোগিতার স্বাদ এবং উত্তেজনা অনুভব করার সুযোগ পাওয়া যাবে দীর্ঘদিন পরে। সিএবি এবং সমস্ত স্টেক হোল্ডারদের আন্তরিক অভিনন্দন জানাই। সমস্ত অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং আধিকারিকদের শুভেচ্ছা জানাই। কলকাতায় যে ক’দিন থাকবে তা হয়ে উঠুক সর্বাঙ্গীন সুন্দর। দুটো প্লে অফ ম্যাচ সব অর্থেই হয়ে উঠুক দারুণ সফল’।
প্লে অফের বল গড়ানোর আগে থেকেই সেজে উঠেছে ইডেন। কলকাতা আবার কল্লোলিনী তিলোত্তমা হবে। অনেক আগেই দুটো প্লে অফের টিকিট নিঃশেষিত হয়ে গিয়েছে। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফের ছাড়পত্র পাওয়ার পরে বুধবারের ম্যাচের উন্মাদনা আরও বেড়ে গিয়েছে। টিকিটের চাহিদা তুঙ্গে।
