আচমকাই ম্যাচ চলকালীন অসুস্থতা বোধ করলেন শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস। হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন এই ঘটনা ঘটেছে। বুকে ব্যথার কারণে মেন্ডিসকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত সুস্থ রয়েছেন তিনি।
এদিন মধ্যাহ্নভোজের বিরতির কিছু আগে নীচু হয়ে একটি বল তুলতে গিয়ে হঠাৎই ঝুঁকে বসে পড়েন মেন্ডিস। কিছুক্ষণ পরেই মাটিতে শুয়ে পড়েন তিনি। প্রথমে মনে করা হয়েছিল তাঁর চোট লেগেছে। কিন্তু শুয়ে পড়ে বুক চেপে ধরেন মেন্ডিস। তৎক্ষণাৎ ফিজিও ছুটে আসেন মাঠে। প্রাথমিক পরীক্ষার পর তিনি আঙুলের সাহায্যে ইঙ্গিত করে বোঝান যে, আর ফিল্ডিং করতে পারবেন না মেন্ডিস।
প্রসঙ্গত, প্রথমে মেন্ডিসকে মাঠ থেকে বের করে আনার জন্য স্ট্রেচার ডাকা হয়েছিল। তবে মেন্ডিস নিজেই জানান, তিনি হেঁটে বেরোতে পারবেন। সাপোর্ট স্টাফদের সাহায্যে মাঠ ছাড়েন তিনি। তবে আগাগোড়া বুক চেপে ধরে রেখেছিলেন। ঘটনার আগে পর্যন্ত দারুণ ছন্দে ছিল শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম দশ ওভারে বাংলাদেশের পাঁচ উইকেট ফেলে দিয়েছিল তারা। ভাল সুইং পাচ্ছিলেন ফাস্ট বোলাররা। পরে মুশফিকুর রহিম এবং লিটন দাস ইনিংসের হাল ধরেন।