চলতি মাসেই তিন বছর পূর্ণ হয়েছে বর্তমান লোকসভারও। লোকসভা ও রাজ্যসভার সচিবালয় নিয়মিত প্রকাশ করে তাদের কাজের খতিয়ান। সাংসদেরা কতজন কতগুলি প্রশ্ন উত্থাপন করেছে, কতগুলি প্রশ্নের জবাব দিয়েছে সরকার, আইন পাশ হয়েছে কতগুলি, কত বিল সাংসদদের কমিটির বিবেচনাধীন, ইত্যাদি নানা বিষয়ে তথ্য রয়েছে সেখানে। তবে সাংসদেরা কে কী ভূমিকা পালন করেছেন, লোকসভা বা রাজ্যসভার সচিবালয় সেই তথ্য নিজে থেকে প্রকাশ করে না। যদিও লিখিতভাবে জানতে চাইলে জানায়। তবে এবার এক সাংসদ এই ব্যাপারে ভিন্ন রাস্তায় হেঁটেছেন। উত্তরপ্রদেশের বিজনোরের বহুজন সমাজবাদী পার্টির সাংসদ মালুক নাগর নিজেই সাংসদ হিসাবে এই তিন বছরে তাঁর কাজের খতিয়ান প্রকাশ করেছেন। ৫৬ বছর বয়সি নাগর পেশায় ব্যবসায়ী। ২০১৯-এ প্রথমবার সাংসদ হয়েছেন।
নাগর জানিয়েছেন, শুধু সংসদে দাঁড়িয়ে ৪৫৫ বার বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন। তারমধ্যে বিতর্কে অংশ নিয়েছেন ৩০৮। এছাড়া, প্রশ্ন করেছেন অসংখ্য। তাঁর আরও দাবি, এই তিন বছরে সংসদ এলাকার বাসিন্দাদের স্বার্থে কেন্দ্র এবং রাজ্য সরকারের মন্ত্রী, সচিব, অফিসারদের ১২৯০টি চিঠি লিখেছেন। এছাড়া, ২০১৯-এর লোকসভা ভোটের পর থেকে এ বছর ৩০ এপ্রিল পর্যন্ত ২১১টি জনসভায় ভাষণ দিয়েছেন তিনি।
শুধু তাই নয়, প্রতি সোমবার রাতে ফেসবুক লাইভে এলাকার বাসিন্দাদের সঙ্গে এক ঘণ্টার জন্য মিলিত হন এই সাংসদ। তাদের সমস্যা, প্রশ্ন শোনেন। জবাব দেন। সাংসদ জানিয়েছেন, ২০১৯-এর ২৩ মে সাংসদ হিসাবে শপথ নেওয়ার দিন থেকে এ পর্যন্ত তিনি জনস্বার্থে ১১০৪টি ফেসবুক পোস্ট করেছেন। সেগুলি ৭৭০০টি শেয়ার হয়েছে। আরও জানিয়েছেন, এই তিন বছরে সাংসদ হিসাবে তাঁর বিভিন্ন ভূমিকার কথা ৭৩৫টি খবরে স্থান পেয়েছে।
