সুদীর্ঘ প্রতীক্ষায় পড়ল ইতি। অবশেষে স্বপ্ন সত্যি হল সমর্থকদের। দীর্ঘ এগারো বছর পরে সেরি আ খেতাব জিতল এসি মিলান। রবিবার খেতাবি ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে সাসউয়োলোকে। দলের পক্ষে জোড়া গোল করে ম্যাচের নায়ক ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু। অন্য গোলদাতা ফ্র্যাঙ্ক কেসি। ৩৮ ম্যাচে এসি মিলানের পয়েন্ট ৮৬। সমসংখ্যক ম্যাচ খেলে ইন্টার মিলানের পয়েন্ট দাঁড়ায় ৮৪। এ দিন তারাও ৩-০ গোলে হারিয়েছে সাম্পদরিয়াকে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।
এদিন ম্যাচের পরে এসি মিলান ম্যানেজার স্টেফানো পিয়োলি বলেছেন, “এতদিনে আমাদের লড়াই সার্থকতা পেল। লিগ জিতে এবং একই সঙ্গে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে পেরে আমি গর্বিত।” ম্যাচের ১৭ এবং ৩২ মিনিটে জোড়া গোল করে দলের লিগ খেতাব নিশ্চিত করে দেন জিরু। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান কেসি। ৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল নাপোলি। ৭০ পয়েন্ট নিয়ে জুভেন্টাস শেষ করল চার নম্বরে।
