সদ্যই বীরভূমের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তাঁকে অভ্যর্থনা জানাতে উপচে পড়েছিল ভিড়। কিন্তু তিন দিন যেতে না যেতেই ফের অস্বস্তি। আবারও অনুব্রতকে তলব করল সিবিআই। এবার ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায়। সিবিআই সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি মাসের ১৯ তারিখ সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত। ছ’বারের হাজিরা এড়িয়ে ওইদিন বীরভূমের দাপুটে নেতা পৌঁছান নিজাম প্যালেসে। বুকে হাত রেখে, কাঁধে কাঁধে ভর দিয়ে সেদিন সিবিআই দফতরে যান বীরভূম জেলা সভাপতি। প্রায় ৪ ঘণ্টার বেশি জেরা করা হয় তাঁকে। এরপর নিজাম প্যালেস থেকে বেরিয়ে তিনি সোজা যান এসএসকেএম। পরে শারীরিক চিকিৎসার পর সেখান থেকে বেরিয়ে যান তিনি।
এরপর ২০ তারিখ বোলপুরের মাটিতে পা রাখেন কেষ্ট। শারীরিক অসুস্থতার জন্য প্রায় দেড় মাস হতে চলল জেলার বাইরে ছিলেন। এদিকে, তাঁর বীরভূমে ফেরার খবর পেয়ে উচ্ছ্বাসে মেতেছিলেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। বোলপুরের মাটিতে পা রেখে দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্বমহিমায় অনুব্রত জানিয়েছিলেন, ‘আমি আছি মরি নাই’।
প্রসঙ্গত, ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় এর আগেও অনুব্রতকে তলব করা হয়েছিল। কিন্তু তখন তিনি সিবিআইয়ের মুখোমুখি হননি। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১টায় সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করে নোটিস পাঠানো হয়েছে। তবে আদৌ আগামীকাল অনুব্রত হাজিরা দেবেন কিনা সেটাই এখন দেখার।