জ্বালানির দামে নাজেহাল হওয়া অব্যাহত সাধারণ মানুষের। শনিবার ফের বাড়ল জ্বালানির দাম। তবে পেট্রোল-ডিজেলের দাম পরিবর্তন আসেনি। শনিবার দামি হয়েছে সিএনজি। দিল্লী, নয়ডা-সহ সংলগ্ন এলাকাতে দাম বাড়ানো হয়েছে সিএনজি গ্যাসের। যার ফলে অটো চালকেরা ভাড়া বৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
দেশজুড়ে জ্বালানির দাম এখন রীতিমতো মাথার উপর দিয়ে বইছে। এলপিজি-র দাম ১০০০ টাকা পার করে ফেলেছে আগেই। পেট্রোলের দাম দেশের একাধিক শহরে ১১০ টাকা প্রতি লিটারের বেশি। ডিজেলের দামেও সেঞ্চুরি রয়েছে। এরমধ্যে আবার দামি হওয়া শুরু করেছে সিএনজি । গত কয়েক সপ্তাহে দাম বেড়েছে সিএনজি গ্যাসের।
দিল্লিতে দাম বৃদ্ধির পরে প্রতি কেজি সিএনজি -র দাম হয়েছে ৭৫.৬১টাকা। প্রতি কেজিতে ২ টাকা করে বাড়ানো হয়েছে দাম। তবে সিএনজি -র দামে বদল এলেও পেট্রোল-ডিজেলের দামে কোনও বদল আসেনি কলকাতা, দিল্লীসহ দেশের বড় শহরগুলিতে।
রাজধানী শহরে শনিবার প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ১০৫ টাকার বেশি। পাশাপাশি লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৯৬.৬৭ টাকা। গত ৪৫ দিন ধরে এই দরে কোনও বদল আসেনি। কলকাতাতেও গত ৪৫ দিনে জ্বালানির দাম রয়েছে অপরিবর্তিত। তবে শহরে দিল্লীর চেয়ে দাম বেশি জ্বালানির। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১৫.১২ টাকা। পাশাপাশি ডিজেলের দাম রয়েছে ৯৯.৮৩ টাকা।