অবশেষে জল্পনায় ইতি। বিগত বিশ্বকাপে খারাপ ফলাফলের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচের পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল তাঁর। তবে শেষমেশ থেকে গেলেন রমেশ পাওয়ার। ভারতীয় দলের প্রাক্তন স্পিনারের উপরই ফের আস্থা রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড। আরও একবছর মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের কোচ থাকছেন পাওয়ারই। বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের পর পাওয়ারকে সরিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল। দলের ক্রিকেটারদের সঙ্গেও সে সময় কিছুটা মত পার্থক্য তৈরি হয়েছিল পাওয়ারের। উল্লেখ্য, এবার সেমিফাইনালেও পৌঁছতে পারেনি ২০১৭ বিশ্বকাপের রানার্স ভারত।
প্রসঙ্গত, ভারতীয় মহিলা দলের কোচ কে হবেন তা নিয়ে শুরু হয় জল্পনা। বোর্ডের একটি সূত্রের দাবি ছিল, প্রাক্তন কোচ ডব্লু ভি রামনকেই ফের দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু কোচ পরিবর্তনের সহজ রাস্তায় হাঁটল না বিসিসিআই। বরং পাওয়ারের কোচিংয়ে মহিলা দলের সামগ্রিক উন্নতিতে খুশি বোর্ড কর্তারা। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আরও এক বছরের জন্য পাওয়ারই ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ থাকছেন। আগামী দিনেও তিনি মহিলা ক্রিকেটারদের নিয়ে কাজ চালিয়ে যাবেন।” দায়িত্ব পেয়েই কাজ শুরু করে দিয়েছেন রমেশ পাওয়ার। কমনওয়েলথ গেমসের জন্য বেঙ্গালুরুতে বিশেষ শিবির করার কথাও জানিয়েছেন ভারতের প্রাক্তন এই অফস্পিনার। কমনওয়েলথ গেমসে তাঁর কেমন ক্রিকেটার পছন্দ, তাও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং জাতীয় নির্বাচকদের জানিয়েছেন তিনি।