বুধবার রাতে আইনজীবীদের মাধ্যমে নিজেই চিঠি দিয়ে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই মত বৃহস্পতিবার সকাল দশটার কিছু আগে নিজাম প্যালেসে সিবিআইয়ের সামনে হাজির হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, সেই জেরার সময়ই তদন্তকারী অফিসারদের তিনি জানিয়েছিলেন যে এসএসকেএমে তাঁর অ্যাপয়ন্টমেন্ট আছে। তাই দুপুর ২ টো নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান অনুব্রত। এবার তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের তাঁকে তলব করা হল। সূত্রের খবর, গরু পাচার মামলায় অনুব্রতকে আগামী সপ্তাহের শেষে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দলের।
প্রসঙ্গত, গত মাসে বোলপুর থেকে কলকাতায় পৌঁছে পরের দিন নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতির। কিন্তু সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে উডবার্ন ব্লকে। সেখানেই কয়েক সপ্তাহ চিকিত্সা চলে তাঁর। হৃদযন্ত্রে ব্লকেজের পাশাপাশি অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছিল অনুব্রতর। বৃহস্পতিবারও তিনি এসএসকেএমে গিয়েছিলেন বটে, তবে নিজাম ঘুরে। এরই মধ্যে তদন্তের স্বার্থে আরও জেরা করার প্রয়োজন বলে জানিয়ে ফের ডাকা হল নিজাম প্যালেসে। আগামী শুক্রবার অনুব্রতকে ডেকে পাঠিয়েছে সিবিআই।