কংগ্রেসের বিরুদ্ধে আবার মুখ খুললেন প্রশান্ত কিশোর। শুক্রবার সকালে টুইট করে কংগ্রেসের চিন্তন শিবির সম্পর্কে নিজের ভাবনা জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে নিজের টুইটে প্রশান্ত কিশোর লিখেছেন, ‘আমাকে বারবার উদয়পুরে চিন্তন শিবিরের ফলাফল সম্পর্কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হয়েছে’। তিনি আরও লেখেন, ‘আমার মতে, এটি স্থিতাবস্থাকে দীর্ঘায়িত করা এবং কংগ্রেস নেতৃত্বকে কিছুটা বেশি সময় দেওয়া ছাড়া অর্থপূর্ণ কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে, অন্তত গুজরাত এবং এইচপিতে আসন্ন নির্বাচনী পরাজয় পর্যন্ত’!
তিনি সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে জানিয়েছে এই শিবিরের মাধ্যমে কংগ্রেস কোনও লাভ করতে পারেনি। তিনি কংগ্রেসের ভবিষ্যৎ সম্পর্কে নিজের মতামত জানিয়ে লিখেছেন গুজরাত এবং হিমাচল প্রদেশের নির্বাচনেও পরাজিত হতে চলেছে তারা।
কংগ্রেস, ২০১৪ সাল থেকে একাধিক নির্বাচনী পরাজয়ের পর কঠিন সিদ্ধান্তের প্রতিশ্রুতি দিয়েছে। দলের অন্দরে কিছু সংস্কার অনুমোদনও করেছে তাঁরা। কিন্তু নেতৃত্বের পুনর্গঠন সহ বৃহত্তর সাংগঠনিক প্রশ্নগুলির উত্তর খোঁজার থেকে দূরে রয়ে গেছে।