এর আগেও উঠেছিল স্বজনপোষণের অভিযোগ। ফের সেই অভিযোগ-বাণে বিদ্ধ বিজেপি। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ের পর এবার বিতর্কে চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষ ধর। ফের কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্কের কেন্দ্রতে পদ্মশিবির।
উল্লেখ্য, দলের অন্দরেই অভিযোগ উঠেছে মৈত্রীর মতো অনসূয়াকেও এই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে পরীক্ষা না দিয়েই। আর এই দুই ক্ষেত্রেই নিয়োগ সংক্রান্ত সুপারিশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। পরপর দু’টি স্বজনপোষণের ঘটনার অভিযোগ প্রকাশ্যে আসায় প্রবলভাবে কোণঠাসা গেরুয়া-পরিবার। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়েছেন রাণাঘাটের এক বিজেপি কর্মী। বাড়ছে অস্বস্তি ও আভ্যন্তরীণ কোন্দল।