অর্জুন-ইস্যুতে এখনও বিপাকে গেরুয়াশিবির। সম্প্রতি পাটের দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বিজেপি সাংসদ। কিছুটা হলেও পিছু হঠেছে কেন্দ্র। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জুট কমিশনের তরফে। এরপরই সংশ্লিষ্ট মহল থেকে দাবি করা হচ্ছিল নৈতিক জয় হয়েছে অর্জুনের। তবে যাই অস্বস্তি কাটছে না বিজেপির। আজ একটি ফেসবুক পোস্ট করে অর্জুন সিংহ বার্তা দিয়েছেন, নিরন্তর চাপের ফলে জুট কমিশন বাধ্য হয়ে এই উর্ধ্বসীমা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, লড়াই শেষ হয়ে গেল। অর্জুনের মতে, এটি প্রথম ধাপ মাত্র। তাঁর লক্ষ্য, পাট শিল্পের সাথে যুক্ত সকল কৃষক ও শ্রমিকের উন্নতিসাধন।
পাশাপাশি, অর্জুন আরও বলেছেন, এই উর্ধ্বসীমা প্রত্যাহারের ক্রেডিট নেওয়ার দৌড়ে তিনি নেই। তাঁর লক্ষ্য শুধুমাত্রই পাট শিল্পের জন্য আন্দোলন চালিয়ে যাওয়া। স্বভাবতই, পাটের কাঁচামালের উর্ধ্বসীমা প্রত্যাহার করে যে অর্জুনের মানভঞ্জন করতে ব্যর্থ কেন্দ্র, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, গত ৩০শে সেপ্টেম্বর, ২০২১ জারি করা জুট কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, প্রতি কুইন্টাল কাঁচা পাটের সর্বোচ্চ মূল্য ৬,৫০০ টাকা করা হয়েছিল। এর ফলে পাটের কাঁচামালের সংকট দেখা দেয় এবং নভেম্বর ২০১১ থেকে এপ্রিল ২০২২-এর মধ্যে বাংলায় প্রায় ১২টি পাটকল বন্ধ হয়ে যায়, প্রায় ৬০,০০০ চটকল শ্রমিক তাদের কর্মসংস্থান হারান। এই ইস্যুকে অস্ত্র করেই মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান ব্যারাকপুরের সাংসদ। যার ফলেই ক্রমশ মাথাব্যথা বেড়েছে বিজেপির। অর্জুনের তৃণমূলে ফেরার জল্পনাও ঘনীভূত হয়েছে।