অবশেষে খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে। গতকাল, অর্থাৎ ১৯শে মে তাদের সুখবর দিল স্কুল শিক্ষা দফতর। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা অনুয়ায়ী, রাজ্যের স্কুলগুলিতে নতুন করে ৬৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে ১৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির জন্য এবং ১,৬০০ পদ তৈরি হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের জন্য।
প্রসঙ্গত, বিগত ২০১৬ সালের এসএসসি প্যানেলে যাঁরা ওয়েটিং লিস্টে আছেন, তাঁদের জন্যই মূলত এই নতুন পদ সৃষ্টি করা হল বলে জানানো হয়েছে। এই সমস্ত নিয়োগ করা হবে আদালতের নির্দেশ মেনে। উল্লেখ্য, গত ৫ই মে অতিরিক্ত পদ তৈরির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। সে কারণেই এই ঘোষণা করল সরকার।