কথিতই আছে মায়ে-পোয়ে! অর্থাৎ মা-সন্তান বিশেষত মা ছেলের সম্পর্কের রসায়ন খানিক আলাদাই হয়। কিন্তু সেই রসায়ন যে এমন ইতিহাস তৈরি করার মতো ক্ষমতা রাখবে তা কারুরই বোধগম্য হয়নি। শুনলে তাজ্জব হয়ে যেতে হয়! নিজের পেটের ছেলেকে বিয়ে করলেন মা৷ ঘটনায় হতবাক বাবা৷ ছুটে গেলে থানায় অভিযোগ জানাতে৷ কিন্তু অভিযোগ জানিয়ে কী কিছু হবে? কারণ তাঁরা তো এলাকা ছেড়ে পালিয়েছে৷ ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের উধম সিং নগরের বাজপুরে৷ এলাকার এক মহিলা তাঁর নিজের ছেলেকে বিয়ে করেছেন বলে অভিযোগ বর্তমান স্বামী ইন্দ্ররামের৷
বৃহস্পতিবার থেকে হঠাৎ করেই বাবলি ও তাঁর প্রথম পক্ষের ছেলেকে খুঁজে পাওয়া যায়নি৷ দ্বিতীয় অর্থাৎ বর্তমান স্বামী ইন্দ্ররামের অভিযোগ, তাঁর স্ত্রী প্রথম পক্ষের ছেলেকে বিয়ে করেছেন৷ বাড়ি ছেড়ে পালিয়েছেন তাঁরা৷ সঙ্গে বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে গিয়েছেন৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷। তিনি জানান, ওই মহিলা বাবলির প্রথম পক্ষের স্বামীর ঘরে দুটি ছেলে রয়েছে৷ স্বামী মারা যাওয়ার পর প্রায় ১১ বছর আগে ইন্দ্ররামকে বিয়ে করেন তিনি৷ ইন্দ্ররামকে বিয়ে করার পরে আগের পক্ষের ২ ছেলে বাবলির কাছ থেকে চলে যান৷ পরবর্তীকালে বাবলি ও ইন্দ্ররামের তিনটি সন্তান হয়৷ সব ঠিকই ছিল৷ কিছুদিন আগে থেকে প্রথম পক্ষের এক ছেলে তাঁদের বাড়িতে আসা যাওয়া শুরু করে৷