বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলের তলায় চলে গেল ত্রিপুরার রাজধানী আগরতলা। রাস্তা যেন নদী। গাড়িঘোড়া অবধি ডুবে যাচ্ছে। সেই থইথই রাস্তায় নেমে যেই না সরেজমিনে দেখতে গিয়েছেন বিপ্লব দেব, ওমনি হইহই করে উঠল নেটপাড়া।
সাড়ে চার বছর আগে বিপ্লব যখন আগরতলার গদিতে বসেন, তখন অঙ্গীকার করেছিলেন ডবল ইঞ্জিন সরকার ম্যাজিক দেখাবে। এদিন ইঞ্জিন লাগল বটে। তবে শহরের রাস্তায় জমে থাকা জল ইঞ্জিন (পড়ুন পাম্প) দিয়ে বের করতে হল।
বিরোধীরা বলেন, বিপ্লব গোড়া থেকেই নাটুকে। জিম ট্রেনার ছিলেন। আদতে হয়তো শখ ছিল সিনেমায় নামার। এদিন বিপ্লব জলে নামতেই তাঁর লোকজন রেডিই ছিল। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী যেই না জলে নেমেছেন ওমনি খচাখচ ছবি, তারপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট।
বিরোধী দল সিপিএমের বক্তব্য, গত তিন দশকে আগরতলার এমন ভয়াবহ পরিস্থিতি হয়নি। আগরতলা শহরের রাস্তাঘাট তো বটেই। এমএলএ হোস্টেল দেখে মনে হচ্ছে পুকুরের উপর বাড়ি ভাসছে। দাঁড়িয়ে থাকা গাড়িগুলির বোনেট পর্যন্ত জল।
বিরোধীদের আরও বক্তব্য আগরতলাকে স্মার্ট সিটি ঘোষণা করার পরেও, নিকাশি নিয়ে, বুস্টার পাম্পিং স্টেশন নিয়ে লম্বাচওড়া ভাষণ দিয়েও আগরতলার হালকে বেহাল করেছে বিজেপি। নিকাশি ব্যবস্থা আগে যা ছিল তার সংস্কারও করেনি এই সরকার।