ভোররাতে একপ্রকার ভয়াবহ পরিস্থিতি তৈরি হল চাঁদনি চকে। ঘুমের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় মানুষের মধ্যে। হঠাৎ দেখা যায় চাঁদনি চকে কাপড়ের দোকানে আগুন। এবং তাতে পুড়ে ভস্মীভূত চারটি দোকান। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত তিনটে নাাগাদ তাঁরা আগুন লাগতে দেখেন একটি দোকানে।
কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকাানে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। তারা দ্রুত খবর দেন দমকলে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। আগুন ছড়িয়ে পড়ায় খালি করে দেওয়া হয়েছে আশপাশের দোকান। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে ঠিক কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি। ধোঁয়াশায় রয়েছে পুরো বিষয়টি।