পাট শিল্প নিয়ে কেন্দ্রকে আক্রমণ জারি রেখেছেন তিনি। সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন। সরাসরি এ কথাও বলেছেন যে, বিজেপিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের অনেকেই কাজের নয়। তাঁর হাব-ভাব দেখে ইতিমধ্যেই ‘ঘর ওয়াপসি’র পূর্বাভাস পাচ্ছেন রাজনীতির কারবারিরা। এরই মধ্যে বারাকপুরের বিক্ষুব্ধ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ‘দার্শনিক’ টুইট ঘিরে শুরু হল নয়া জল্পনা। বৃহস্পতিবার অর্জুনের হিন্দিতে করা টুইটের বাংলা ভাবানুবাদ করলে দাঁড়ায়, ‘চলার পথে শক্ত পাথর সামনে আসবেই, পায়ে কাঁটা ফুটবেই। কিন্তু লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।’
প্রসঙ্গত, পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতায় গোড়া থেকেই সুর চড়িয়েছেন অর্জুন। সোশ্যাল মিডিয়াতেও একইভাবে সরব তিনি। বুধবারই যেমন বারাকপুরের বিক্ষুব্ধ বিজেপি সাংসদ ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘সমুদ্রের নিজস্ব শক্তি থাকে। কিন্তু, মাঝিও কি ক্লান্ত হয়?’ সমুদ্র ও মাঝির অনুষঙ্গ টেনে তিনি নিজের সঙ্গে বিজেপির দূরত্বের তুলনা করেছেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এবার ফের তাঁর টুইট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। মনে করা হচ্ছে, বৃহস্পতিবারের টুইটে পরোক্ষে নিজের লক্ষ্য সম্পর্কেক ইঙ্গিত দিয়েছেন বারাকপুরের বিজেপি সাংসদ। স্পষ্ট করে দিয়েছেন, পাটশিল্পের পাশে দাঁড়ানোর লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবেই।