এবার শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কলকাতার মেয়র থাকাকালীন একটি হেরিটেজ বাড়ির একাংশ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই মামলাতেই শোভনের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
জানা গিয়েছে এই মামলায় নাম রয়েছে শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যেরও। কারণ তিনি বেশ কয়েক বছর ধরেই রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান। যদিও সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি শুভাপ্রসন্ন।
তবে সেই সময়ে কী হয়েছিল সে ব্যাপারে মটের উপর একটি ধারণা তুলে ধরেন শিল্পী। শুভাপ্রসন্নবাবু বলেন, ‘এটা আজ থেকে ১০-১১ বছর আগের ঘটনা সেই সময়ে আমরা হেরিটেজ কমিশন থেকে একটা ছাড়পত্র দিয়েছিলাম। যে জায়গার কথা বলা হচ্ছে সেটা ত্রিপুরা হাউস থেকে ১০০ মিটার দূরে। তাই আইনি কোনও বাধা ছিল না। আদালত আজকে কী বলেছে তার সবটা না জেনে কিছু বলাটা সমীচীন হবে না’।