এসএসসি দুর্নীতি মামলায় তেড়েফুঁড়ে নেমেছে বিরোধীরা। তখন বৃহস্পতিবার ঝাড়গ্রামে দলের কর্মী সম্মেলন থেকে পাল্টা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘আগে তো চিরকুট দিয়ে চাকরি হত, চৌত্রিশ বছরের চ্যাপ্টার এবার খুলব’।
স্কুল সার্ভিসের নাম মুখে আনেননি মমতা। তবে বলেন, ‘আগে তো একটা চিরকুট দিয়ে চাকরি দিত, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করে দিত। চৌত্রিশ বছর ধরে কী করেছে সিপিএম? আমিও সব খোঁজ নিচ্ছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করছি। আগে ভদ্রতা করেছি, তা যদি কেউ দুর্বলতা মনে করেন, তা হলে ভুল করবেন’।
মমতা আরও বলেন, কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতেই পারে। তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত। আইন করেও বিহিত করা যেতে পারে। কিন্তু কেউ ভাবে গায়ের জোরে তৃণমূলকে স্তব্ধ করে দেবে, তা হলে জেনে রাখবেন তৃণমূল জব্দ করে, তৃণমূলকে স্তব্ধ করা যায় না।
বিজেপিকেও ছেড়ে কথা বলেননি তৃণমূলনেত্রী। তাঁর কথায়, ‘বিজেপি ভেবেছে কী! কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালিয়ে যাবে! এ দেশে এখন কারও বাঁচার অধিকার নেই, কারও স্বাধীনতা নেই, সব নষ্ট করে দিয়েছে। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একটা একটা করে ধ্বংস করে দিচ্ছে’!