এবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডে পুলিশি বর্বরতার শিকার হতে হল এক মহিলাকে! হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে ওই মহিলাকে ডেকে নির্মমভাবে মারধর এবং বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর জেরে তাঁর শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে তাঁকে স্থানীয় হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এমনটাই জানিয়েছেন ওই মহিলার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জোগিওয়ালা থানায়। পুলিশ থানার ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সূত্রের খবর, মঞ্জু নামের ওই মহিলা মহকামপুর এলাকায় অবসরপ্রাপ্ত বিজ্ঞানী দেবেন্দ্র ধ্যানীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। গত ১৪ মে, দেবেন্দ্র ধ্যানী এবং তাঁর পরিবার একটি বিয়েতে যোগ দিতে দিল্লী যান। সেই সময় বাড়িতে একটি চুরির ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মঙ্গলবার মঞ্জুকে জোগিওয়ালা থানায় নিয়ে যাওয়া হয়।
মঞ্জুর স্বামীও তাঁর সঙ্গেই থানায় গিয়েছিলেন। তাঁর অভিযোগ, স্টেশনে থাকা পুলিশ কর্মীরা তাঁর স্ত্রীকে জুতো ও বেল্ট দিয়ে মারধর করে। মঞ্জুকে বৈদ্যুতিক শক দেয় এবং জিজ্ঞাসাবাদের সময় তাঁকে অশ্রাব্য গালিগালাজও করে। পরে পুলিশ কর্মীরাই মঞ্জুকে বাড়িতে নামিয়ে দেন। মঞ্জুর পরিবারই এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যায়। করোনেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মঞ্জু। চিকিৎসকরা জানিয়েছেন, মঞ্জুর শারীরিক অবস্থা গুরুতর।