ঘড়ির কাঁটায় ৯.৫৪ মিনিট। সবুজ পাঞ্জাবি পরে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ পৌঁছনোর কথা ছিল তাঁর। কিন্তু সময়ের আগেই হাজির হন অনুব্রত।
বুধবারই সিবিআইকে চিঠি দিয়ে অনুব্রত জানিয়েছিলেন, তিনি হাজিরা এড়াতে চান না। তাই সিবিআই দফতরে যাবেন। গরু পাচার মামলায় তদন্তে সহযোগিতা করতে তিনি রাজি। এরপর বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তাঁর গাড়ি চিনার পার্কের আবাসন থেকে বের হয়। কৈখালি হয়ে বাইপাস ধরে এগোয় গাড়ি। ৯টা ৫৪ মিনিটে গাড়ি পৌঁছয় নিজাম প্যালেসে। অনুব্রতর সঙ্গে তাঁর আইনজীবীো রয়েছেন।
এর আগে একাধিক বার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। গত ৬ এপ্রিলও তাঁকে তলব করা হয়। আগের দিন বীরভূম থেকে কলকাতায় পৌঁছলেও পরের দিন নিজাম প্যালেসে যেতে পারেননি তিনি। অসুস্থ বোধ করায় অনুব্রত ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। এপ্রিলের শেষে তিনি সিবিআইকে চিঠি দিয়ে জানান যে, ২১ মে-র পর তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। তিনি জানিয়েছিলেন চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে চলতে হচ্ছে। দেখা গেল সেই সময়সীমা পার হওয়ার আগে নিজে থেকেই কেষ্ট মণ্ডল চাইলেন সিবিআই দফতরে হাজিরা দিতে।
উল্লেখ্য গরু পাচার মামলায় তলব করার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলাতেও অনুব্রত জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই নোটিস দিয়েছিল। দুটি মামলা মিলিয়ে অন্তত নয় বার অনুব্রতকে নোটিস পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু এখনও পর্যন্ত একবারও সিবিআইয়ের মুখোমুখি হননি কেষ্ট।