বিধানসভা ভোটের দশ মাস আগে আচমকাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে দিয়েছে বিজেপি। স্বাভাবিক ভাবেই ক্ষমতাসীন দলের তরফে আচমকা এমন মুখ্যমন্ত্রী বদল ঘিরে রাজনৈতিক মহলে বিস্তর চলছে। এই আবহেই ব্যঙ্গচিত্র এঁকে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করলেন ত্রিপুরার প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর পৌত্র।
প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসন সরানোর জন্য বিজেপির রাজনৈতিক স্লোগান ছিল ‘চলো পাল্টাই’। সেই স্লোগানকেই বদলে ‘চলো পালাই’ করে অপসারিত মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ব্যঙ্গচিত্রের সঙ্গে জুড়ে দিয়েছেন প্রয়াত নৃপেন চক্রবর্তীর পৌত্র সন্দীপ।
মনে করা হচ্ছে, ফের ত্রিপুরার রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তিনি। তৃণমূল ঘনিষ্ঠ সন্দীপ যদিও আগেই বলেছেন, ত্রিপুরার মানুষ সিপিআইএম, কংগ্রেস, বিজেপি কে দেখে নিয়েছে। কেউ রাজ্যের উন্নয়ন করতে পারেনি। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের জোয়ার এসেছে। তাই ত্রিপুরাবাসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পরের বার, মমতার সরকার।