এবার নিষিদ্ধ ওষুধ সেবনের অপরাধে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নয় মাসের জন্য নির্বাসিত হলেন প্রোটিয়া ব্যাটার জুবের হামজা। আইসিসি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরের আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন না। তবে পারফরম্যান্স ভাল করার জন্য নিষিদ্ধ তালিকায় থাকা ওষুধ খাননি বলে দাবি করেছেন হামজা। তিনি ভুল করে তাঁর বাবার হৃদরোগের ওষুধ খেয়ে ফেলেন। সেই ওষুধে নিষিদ্ধ তালিকায় থাকা ফুরোসেমাইড রয়েছে বলে জানা গিয়েছে। নিজের অ্যালার্জির ওষুধের পরিবর্তে ভুল করে বাবার ওষুধ খেয়ে নেন তিনি। হামজা আইসিসি-র সংশ্লিষ্ট কমিটির সামনে নিজের দোষ স্বীকার করেছেন। তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে আইসিসি। তাই দু’বছরের জায়গায় তাঁকে নয় মাস নির্বাসিত করা হয়েছে। নির্বাসিত হওয়ায় বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ইংল্যান্ড সফরে যেতে পারবেন না হামজা।
উল্লেখ্য, ইস্তক দেশের হয়ে ছয়টি টেস্ট এবং একটি এক দিনের ম্যাচ খেলেছেন এই ব্যাটার। নির্বাসনের পাশাপাশি হামজার বেশ কিছু পরিসংখ্যানও মুছে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। গত ১৭ই জানুয়ারি থেকে ২২শে মার্চ পর্যন্ত হামজা যে সব ম্যাচ খেলেছেন, সেগুলির পরিসংখ্যান মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তার মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা একটি টেস্ট ম্যাচও। “আমরা আবার সমস্ত আন্তর্জাতিক ক্রিকেটারকে সতর্ক করে বলতে চাই, কোনও কিছু শরীরে প্রবেশ করানোর আগে সতর্ক থাকা দরকার। ঠিক কী ওষুধ তারা খাচ্ছে, তা জানা উচিত। নিষিদ্ধ তালিকায় থাকা ওষুধ কোনও ভাবেই খাওয়া হয়নি, এটা ক্রিকেটারদেরই নিশ্চিত করতে হবে। আমরা চাই না ডোপিং সংক্রান্ত কোনও নিয়ম লঙ্ঘিত হোক।” জানিয়েছেন আইসিসির ইন্টিগ্রিটি শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল।
