‘সংকটের মধ্যভাগে ভারত’। একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সাম্প্রদায়িক উত্তেজনা অর্থনীতিতে প্রভাব ফেলছে বলেও মনে করেন তিনি।
সাক্ষাৎকারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, সামাজিক অস্থিরতা, সাম্প্রদায়িক উত্তেজনা কি সামগ্রিক ভাবে এই সংকটকে আরও গভীর করছে? এর কি কোনও প্রভাব রয়েছে? একবাক্যে মেনে নিয়ে অভিজিৎ বলেছেন, ‘সাম্প্রদায়িক উত্তেজনা অর্থনীতিকেও অস্থির করছে। সামগ্রিক ভাবে তার একটা প্রভাব তো রয়েছেই’।
তিনি এও বলেছেন, এই অস্থিরতার জন্য পশ্চিমী বিনিয়োগকে ভারত টানতে পারছে না। কারণ, বিনিয়োগকারীরা সুস্থির পরিবেশ পছন্দ করেন। যেখানে তাঁদের বিনিয়োগ নিরাপদ থাকবে। তবে সাক্ষাৎকারে আশার কথাও শুনিয়েছেন অভিজিৎ বিনায়ক। তিনি বলেছেন, অনেক বড় দেশ রয়েছে যারা স্থিতিশীল জায়গায় নেই। ভারত যদি সঠিক দিশায় পথ চলতে পারে তাহলে একটা স্থিতিশীল জায়গায় পৌঁছবে। তিনি এও বলেন, অনেক উন্নত দেশের অর্থনৈতিক মেরুদণ্ড কোভিডের কারণে কার্যত দুমড়ে গিয়েছে। ফলে ভারত এখন অনেকটা সুবিধাজনক জায়গায় রয়েছে আন্তর্জাতিক অর্থনীততে মাথা তোলার ব্যাপারে।
উল্লেখ্য, টাকার দাম পড়ছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে। ঠিক সেই সময় অভিজিতের ‘ভারত সংকটের মধ্যভাগে’ বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।