দেশের একাধিক ইস্যু নিয়ে গেরুয়া শিবিরকে কাঠগোড়াতে তুলেছে কংগ্রেস। এবং বলেছে, ভারতের উন্নতির জন্য বিজেপিকে অবশ্যই ‘পরাজিত’ হতে হবে।’ ২০২৪ সালের নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপির উপর আক্রমণের তীব্রতা বৃদ্ধি করছে কংগ্রেস।
রাহুল গান্ধী বলেছেন, ভারতের অগ্রগতির জন্য অন্য দলের “নেতিবাচক চিন্তাভাবনা এবং ঘৃণার রাজনীতি” অবশ্যই ‘পরাজিত’ হবে। দেশবাসীর আহ্বান জানিয়ে কংগ্রেস নেতা বলেছেন, “দেশের উন্নতি করতে হলে, বিজেপির নেতিবাচক চিন্তাভাবনা এবং তাদের ঘৃণার রাজনীতিকে পরাজিত করতে হবে।
তিনি দাবি করেছেন যে, বিজেপির ফোকাস ছিল ‘দাঙ্গা এবং একনায়কত্ব’ এবং জনসাধারণের সমস্যাগুলির মধ্যে ‘আয় এবং মুদ্রাস্ফীতি’ অন্তর্ভুক্ত ছিল। বলা ভাল, কংগ্রেস চিন্তন শিবিরের শুরু থেকেই কংগ্রেসের নিশানায় রয়েছে বিজেপি। সোমবারেও প্রাক্তন কংগ্রেস প্রধানের আক্রমণের মুখে পড়েছিল কেন্দ্রের মোদী সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, দেশের একাধিক ইস্যু নিয়েই গেরুয়া শিবিরকে কার্যত কাঠগোড়ায় তুলেছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বিজেপিকে কটাক্ষ করার সঙ্গেই আগামী নির্বাচনে বিজেপিকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন। ঘৃণার রাজনীতি করছে বলেও ফের একবার উগড়ে দিয়েছেন ক্ষোভ।