কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছেন। সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। দুপুর সাড়ে তিনটের সময় আদালতে এই মামলার শুনানি রয়েছে। বিচারপতি হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই শুনানি হবে।
ইতিমধ্যেই নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন এসএসসি কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। এই কমিটির বাকি সদস্যদেরও একইসঙ্গে হাজিরা দেওয়া কথা বলা হয়েছিল। তাঁরাও একে একে নিজাম প্যালেসে পৌঁছন এদিন।
এদিন সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন, ‘কারও জন্য যদি ০.০১ শতাংশও ক্ষতি হয় ছাত্র-ছাত্রীদের, তবে দল সেই বিষয়কে সমর্থন করে না। যাদের নাম আসছে, আইনি লড়াইয়ের দায়িত্ব তাঁদের। কোনওরকম আপত্তিকর কাজের জন্য গোটা সরকারকে দায়ী করা অনুচিত। দু’একজনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কর্মসংস্থান, এত মানুষের উপকার এই ধরণের কাজকে ব্যবহার করা উচিত নয়। তদন্ত হোক। বিরোধীদের এখানে বলার কোনও অধিকার নেই। রাজ্য সরকার অত্যন্ত সংবেদনশীল ভাবে বিষয়গুলি দেখছে। আদালতের দায়িত্বে কারও কোনও ভুল হলে অবশ্যই তা চিহ্নিত করা। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে প্রশাসনের কোন পদে রাখবেন, সেটা বলা বোধহয় আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না। এই বিষয়টা বিবেচনা করে দেখা উচিত।’