মেদিনীপুরর কলেজ ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে কর্মীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই দলের বুথ স্তরের কর্মীদের বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দেন তিনি। বলেন, ‘কোনও জেলায় প্রশাসনিক বৈঠক করতে গেলে বুথ স্তরের কর্মীদের সঙ্গেও দেখা করব। যারা মাঠে বসে থাকে তাঁরা বড় কর্মী। যাঁরা মঞ্চে বসে থাকেন তাঁরা বড় নন। মানুষের জন্য কাজ করতে হবে। কারণ নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। যে কাজ করে সেই নেতাদের আমি পছন্দ করি। সাধারণ মানুষের জন্য সব সময় কাজ করতে হবে। সাধারণ মানুষকে সাহায্য করতে হবে। যে মানুষের পাশে দাঁড়ায় সেই আসল নেতা’।
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে কর্মীদের চাঙ্গা করতে মাঠে নেমে পড়লেন খোদ তৃণমূল সুপ্রিমো। এই সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি। ‘আমি নয়, আমরা’ হয়ে চলার বার্তা দিয়েছেন। মমতা বলেন, ‘তৃণমূল আমার সৃষ্টি। আর সেটা কখনও বৃথা যাবে না। আমি থেকে আমরা, আমরাই আগামীদিনে ভারতবর্ষ জয় করব। আসুন আমরা হয়ে কাজ করি। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দিল্লী মুঠোয় আসবে’।
রসঙ্গত, তিন দিনের জেলা সফরে মঙ্গলবারই মেদিনীপুর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করেছেন প্রশাসনিক সভা। বুধবার কর্মিসভা করেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে এই সভা থেকেই জেলার পঞ্চায়েত ভোটের প্রস্তুতির সূত্র বেঁধে দিয়েছেন। কর্মীদের উদ্বুদ্ধ করতে তৈরি করে দিয়েছেন নতুন স্লোগান। মেদিনীপুর থেকে বুধবার দুপরেই ঝাড়গ্রামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে হবে প্রসাশনিক বৈঠক। আগামীকাল একই জায়গায় দলের কর্মীদের নিয়ে সভা করবেন তিনি।