৩১ বছর জেল খাটার পর এবার রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত এ জি পেরারিভালানকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে সাজা লাঘব হয়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। অবশেষে বুধবার এ জি পেরারিভালানের মুক্তির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
প্রসঙ্গত, ১৯৯১ সালে যখন রাজীব গান্ধীকে হত্যা করা হয় তখন এই এ জি পেরারিভালানের বয়স ছিল মাত্র ১৯ বছর। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সে এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। যে এই ষড়যন্ত্রটা করেছে তাকে ৯ ভোল্টের দুটি ব্যাটারি জোগাড় করে দিয়েছিল এই পেরারিভালান। সেই ব্যাটারি রাজীব গান্ধীকে হত্যার কাজে ব্যবহৃত হয়েছিল।
১৯৯৮ সালে এই এ জি পেরারিভালানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল আদালত। এরপর ২০১৪ সালে সেই সাজা লাঘব হয়। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় তাকে। এরপর চলতি বছরের মার্চে কোর্ট তাকে জামিন দেয়। যেহেতু গত ৩১ বছর জেল খেটেছে পেরারিভালান, সেই মর্মে গত মার্চ মাসে জামিন মঞ্জুর করা হয় তার।