নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই বারবার দেশজুড়ে প্রশ্নের মুখে পড়েছে বাকস্বাধীনতা। সমালোচনা করে সরকারের রোষে পড়েছেন অনেকেই। এবার টাকা নয়ছয়ের অভিযোগে ধৃত আমলা পূজা সিংঘলের সঙ্গে অমিত শাহের ছবি পোস্ট করে বিপাকে পড়লেন বলিউডের পরিচালক অবিনাশ দাস। আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হলেন পরিচালক তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননারও অভিযোগ রয়েছে। তবে এই গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরমে উঠেছে বিতর্ক। উঠেছে নিন্দার ঝড়ও।
উল্লেখ্য, সম্প্রতিই মনরেগা প্রকল্পের নয়ছয়ের অভিযোগে গ্রেফতর হয়েছেন ঝাড়খণ্ডের আমলা পূজা সিংঘল। এর পরই ৮ই মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পরিচালক। সেই ছবিতে দেখা যায়, অমিত শাহের কানে কানে কথা বলছেন পূজা। ছবি পোস্ট করার পরই বলিউডের পরিচালককে গ্রেফতার হতে হয়েছে। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের দাবি, “স্রেফ অমিত শাহের সম্মান নষ্ট করতেই ছবিটি পোস্ট করা হয়েছে। মানুষকে ভুল দিকে চালনা করার চেষ্টা চলছে।” পুলিশ সূত্রে খবর, আনারকলি অফ আরাহের পরিচালকের পোস্ট করা ছবিটি ৫ বছর পুরনো। ২০১৭ সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ। সেই সময় বিহারের কৃষি এবং পশুপালন দফতরের সচিব ছিলেন পূজা। ছবিটিতে দুজনকে কানে কানে কথা বলতে দেখা গিয়েছে। ছবিটি পোস্ট করার পরই অবিনাশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এর আগেও বিভিন্ন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে পূজার ছাতরায় ডেপুটি কমিশনার থাকাকালীন মনরেগা প্রকল্পের জন্য দু’টি এনজিওকে ছয় কোটি টাকা দিয়েছিলেন। সেই ঘটনায় বিধানসভাতেও বিতর্ক হয়েছিল, তবে শেষ পর্যন্ত ক্লিন চিট পেয়ে যান পূজা। এছাড়াও মনরেগা প্রকল্প নিয়ে নানা দুর্নীতিমূলক কাজের সঙ্গেও জড়িয়েছিল তাঁর নাম। উল্লেখ্য, ১০০ দিনের কাজ প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল পূজার বিরুদ্ধে। তার পরই তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তার সঙ্গে নাম জড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।