পাট শিল্প নিয়ে কেন্দ্রকে আক্রমণ জারি রেখেছেন তিনি। সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন। সরাসরি এ কথাও বলেছেন যে, বিজেপিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের অনেকেই কাজের নয়। এই আবহেই সোমবার তাঁকে ডেকে পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই তলবে দিল্লী উড়ে যাওয়ার আগে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়ে গেলেন, পাট নিয়ে প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করায় তিনি অনুতপ্ত নন। সেইসঙ্গে সমস্যা সমাধানের আশা প্রকাশ করার পরেও বললেন, সমাধান না হলে কী হবে সেটা দেখা যাবে। আবার, প্রকাশ্যেই নিজের অসন্তোষের কথা বলা নিয়েও অনুতপ্ত নন অর্জুন। তাঁর সাফ কথা, ‘যদি কিছু বলার থাকে তাহলে তো প্রকাশ্যেই বলব।’
প্রসঙ্গত, অর্জুন যে ভাবে নরেন্দ্র মোদী সরকারের পাটনীতি নিয়ে প্রকাশ্যে সরব হচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে সুযোগ পেলেই তুলোধনা করছেন তাতে অনেকে আন্দাজ করছেন, অর্জুন অন্য পথে হাঁটতে পারেন। সেই জল্পনা নিজেই উস্কে দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ আন্দোলনের ইঙ্গিত দিয়ে। এদিকে, এত কিছুর পরেও বিজেপির মতো একটি রেজিমেন্টেড পার্টিতে অর্জুনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তাই পর্যবেক্ষকদের অনেকের মতে, দিল্লী বিজেপি হয়তো অর্জুনকে ধরে রাখতেই দৌত্য শুরু করে দিয়েছে। যদিও নাড্ডা তাঁকে কেন ডেকেছেন? এই প্রশ্নের জবাবে অর্জুন সাফ জানিয়ে দিয়েছেন, আমি আগে থেকে অ্যাজেন্ডা জেনে যাচ্ছি না। সর্বভারতীয় সভাপতি ডেকেছেন, উনি বলবেন, আমার যা বলার বলব।