প্ল্যাস্টিক ব্যবহারের যেমন কিছু সুবিধাও রয়েছে। তেমনি এর ফলে কম ভোগান্তিও পোহাতে হয় না। আর তাই আগামী ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিক নিষিদ্ধ হতে চলেছে রাজ্যে। বাজারে সবজি বা মাছ কিনতে গেলে এই প্লাস্টিকই দিয়ে থাকেন দোকানদাররা। কিন্তু এবার থেকে আর তা করা যাবে না৷ এখন থেকে এই প্লাস্টিক দিলে দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হবে। ছাড় পাবেন না ক্রেতাও৷ ক্রেতাকে জরিমানা করা হবে ৫০ টাকা। ইতিমধ্যেই দার্জিলিং, সিকিম এ প্লাস্টিক ব্যবহার সফলভাবে নিষিদ্ধ করা গেছে। এবার কলকাতা-সহ অন্যত্রও তা নিষিদ্ধ করা হবে।
প্লাস্টিকের জন্য বিপদ নেহাত কম হয়নি৷ সম্প্রতি বেহালার চন্ডিতলা এলাকায় রাত সাড়ে এগারোটা নাগাদ একটি প্লাস্টিকের কারখানায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানার পাশেই একটি কনস্ট্রাকশন সাইটে কাজ চলছে। সেখানে শ্রমিকরা রান্না করে খাওয়াদাওয়া করেন। অনুমান, রাতে রান্নার সময়েই আগুনের ফুলকি কোনওভাবে ছিটকে পড়ে প্লাস্টিক কারখানার দুটি শেডে। স্বাভাবিকভাবেই প্লাস্টিক কারখানা হওয়ায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল, ফলে আগুন ছড়াতে সময় নেয়নি। এছাড়া, প্লাস্টিকের কারণে নালা বন্ধ হয়ে গিয়ে বন্যার সম্ভাবনা বাড়ে৷