ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা বিপ্লব দেবের। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। শনিবারই নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি।
এদিন এক লাইনের চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালকে। তবে ঠিক কী কারণে ইস্তফা, তা এখনও স্পষ্ট নয়। নিজের ইস্তফার কোনও কারণও তিনি উল্লেখ করেননি। এক লাইনের ইস্তফাপত্রে বিপ্লব দেব শুধু আজ থেকেই তাঁর ইস্তফা গ্রাহ্য করতে অনুরোধ করেছেন।
বিপ্লব কেন এমন ভাবে পদ ছেড়ে দিলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ত্রিপুরার রাজনীতিতেও নানা জল্পনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর পদ থেকে হঠাৎ এই ইস্তফায় শনিবার দুপুরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে আগরতলায়।
বিপ্লবের ইস্তফার পর শনিবার বিকেল ৫ টা নাগাদ বিজেপি পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে নতুন নেতা নির্বাচিত করা হবে। দলের একটি সূত্রের মতে, এই দৌড়ে এগিয়ে রয়েছেন মানিক সাহা।