সম্প্রতি মাল ব্লকের ঘীস নদী এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক্টর আটক করার পর পুলিশের ওপর হামলা চালিয়েছিলেন কিছু ট্রাক্টর মালিক এবং বেআইনি বালি পাথর কারবারের সঙ্গে যুক্ত ব্যাবসায়ী। আর তার জেরেই এবার বেআইনি ভাবে নদীতে বা রাস্তায় ট্রাক্টর চালানোর ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। এবার ট্রাক্টর মালিকদের সঙ্গে বৈঠকে পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, যাবতীয় সরকারি বৈধ কাগজপত্র নিয়েই ট্রাক্টর গুলোকে সড়কে যাতায়াত করতে হবে। পাশাপাশি নদী থেকে অবৈধ বালি বিজরি উত্তোলন বন্ধ করতে হবে। চালকদেরও বৈধ ড্রাইভিং লাইসেন্স করতে হবে।
শুক্রবার মেটেলি ও নাগড়াকাটা থানার অন্তর্গত ট্রাক্টর মালিক ও চালকদের নিয়ে পৃথকভাবে সভা করা হয়।নাগড়াকাটা থানা ও বাতাবাড়ি কিষান মাণ্ডিতে হয় সভায়। সভায় যাবতীয় বিষয়ে পুলিশের তরফে সকলকে সচেতন করা হয়। ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী বলেন, মূলত ট্রাক্টর মালিক ও চালকদের নিয়ে সভা করা হয়। সড়কে ট্রাক্টর চালাতে হলে অন্যান্য যানবাহনের মতো ট্রাক্টরেও বৈধ কাগজপত্র করতে হবে। ট্রলির আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে।চালকদের ড্রাইভিং লাইসেন্স করতে হবে। কেউ যাতে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন না করে, তা নিয়েও সতর্ক করা হয়। এরপরেও কেউ আইন না মানলে বা অবৈধভাবে নদী পণ্য উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।