জাহাঙ্গীরপুরি, শাহিনবাগ থেকে শুরু করে নিউ ফ্রেন্ডস কলোনি, সাম্প্রতিক সময়ে দিল্লীর একাধিক এলাকায় অবৈধ নির্মাণ উচ্ছেদ চালিয়ে বিজেপি শাসিত দিল্লি কর্পোরেশন। যদিও এহেন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে আম আদমি পার্টি।
শুক্রবার আপ-এর তরফ থেকে দিল্লীর বিজেপি প্রধান আদেশ গুপ্তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আম আদমি পার্টির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামীকাল সকাল ১১ টার মধ্যে তিনি যদি জবরদখল অপসারণ না করেন তবে আপ বুলডোজার নিয়ে বিজেপি প্রধানের বাড়িতে যাবে। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব দিল্লীর মদনপুর খাদার এলাকা থেকে আপ বিধায়ক আমানাতুল্লাহ খানকে গ্রেফতারের পর থেকেই বিজেপি-আপ-এর মধ্যে কার্যত ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়েছে।
আপ-এর এক নেতা জানিয়েছেন, ‘আদেশ গুপ্ত তার বাড়ি ও অফিসের জন্য সরকারি জমি দখল করেছেন। আমরা অভিযোগ দায়ের করেছি কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’ দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া শুক্রবার সকালে বুলডোজারের হুমকির মাধ্যমে ‘বিজেপির অর্থ আদায়ের বড় পরিকল্পনা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে বিজেপি জাতীয় রাজধানীতে ৬৩ লক্ষ বাড়ি ভেঙে ফেলার পরিকল্পনা করেছে।