আসন্ন লোকসভাকে লক্ষ্য করে খুঁটি সাজাচ্ছে এরাজ্যের শাসক দল তৃণমূল৷ তাই নিজের রাজ্য ছাড়িয়েও ভিন রাজ্যে গিয়ে একের পর এক সভা করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আসাম থেকে ঘুরে আসার পর এবার লক্ষ্য হলদিয়া৷ আগামী ২৮ মে পূর্ব মেদিনীপুরের হলদিয়া যাচ্ছেন তিনি৷
গত বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হারতে হয়েছিল তৃণমূলকে৷ তাই এবার লোকসভা নির্বাচনে এতটুকু জমি ছাড়তে নারাজ তৃণমূল৷ সেই কারণে শুভেন্দুর জেলার হলদিয়াতে সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে৷
অন্যদিক, তৃতীয় ইনিংসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর জানিয়েছিলেন, আগামীতে তাঁর লক্ষ্য হতে চলেছে শিল্প এবং কর্মসংস্থান৷ আর যেহেতু হলদিয়া শিল্পের শহর তাই অভিষেকের এই সফর বলে মনে করছে রাজনৈতিক নেতারা৷ তবে অনুমান করা যাচ্ছে, সভার মঞ্চ থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷