পরপর দু’বার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকও করেছেন। কিন্তু বিদ্রোহে ইতি টানেননি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বরং নতুন করে ফের জল্পনা বাড়িয়ে দিলেন।
বিজেপি সাংসদ হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছেন। পাটশিল্পের সমস্যার কথা বললেও কেন্দ্রীয় মন্ত্রী কর্ণপাত করেননি বলে অভিযোগ তুলেছিলেন তিনি। লাগাতার আন্দোলন প্রশমনে দিল্লিতে পরপর দু’বার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকও করেন। যদিও গত ৯ মে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠকে অর্জুন সিং ডাক পাননি বলেই দাবি।
শুক্রবারের বৈঠকে তেমন কোনও উল্লেখযোগ্য রফাসূত্র মেলেনি। তবে অর্জুন সিংয়ের আশা খুব শীঘ্রই পাটের সর্বোচ্চ মূল্য নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহার করবে কেন্দ্র। তাঁর কথায়, ‘আমি কাজে বিশ্বাসী। আগে ব্যবস্থা নেওয়া হোক। তারপর বোঝা যাবে’। দাবিপূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বিজেপি সাংসদ।
জল্পনার মাঝে শুক্রবার দিল্লী থেকে বৈঠক সেরে ফেরার পথে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুনের। এদিন বিজেপি সাংসদ বলেন, ‘কে কী বলছে তা শুনে আমার জবাব দেওয়া উচিত নয়। আমি আদৌ তৃণমূল যোগ দিচ্ছি কিনা, তা সময় বলবে’। সাংসদের এই মন্তব্যের পর ‘ঘর ওয়াপসি’র সম্ভাবনা যে ক্রমশ জোরাল হচ্ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।